Latest News

6/recent/ticker-posts

Ad Code

এমন একটা সকাল-পল্লব হাজরা


এমন একটা সকাল
পল্লব হাজরা


বৃষ্টি ভেজা ময়ূরীর ডাকে ঘুম ভেঙে দেখি
টিপ টিপ বৃষ্টি পড়ছে গাছের পাতা বয়ে
কোকিলের ছন্দসুরে গেয়ে ওঠে মন
মন বলে বৃষ্টি, যা ভিজিয়ে সারা অঙ্গ আজ
পুষ্পের গন্ধে মেতে থাক সারা শরীর জুড়ে
মন যে চায় আবার হোক প্রেমের শুরু
মনে হচ্ছে,জীবনের পাতাগুলো ভরবে এবার
শীতল হাওয়া যেন মন ছুঁয়ে যায় বারে বারে
মনের আনন্দে, আনন্দে নেচে ওঠে মন
বেসুরা কন্ঠস্বর ও বড্ড মধুর লাগছে যেন
এমন একটা সকাল আসুক ঘুরে ঘিরে
আবার মন, সব ভুলে ছন্দে ছন্দে নেচে উঠবে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code