Latest News

6/recent/ticker-posts

Ad Code

টাইগার হিল-প্রদীপ কুমার সামন্ত


টাইগার হিল 
প্রদীপ কুমার সামন্ত 

টাইগার হিল-- 
কাঞ্চনজঙ্ঘার রূপের ছটা যেন
                     কবিতার মিল   ।

টাইগার হিল--
রহস্যঘেরা পর্বতশ্রেণীকে 
                 বোঝা মুসকিল  ।

টাইগার হিল---
পূর্ণিমা রাতে , মেঘেদের সাথে
                  তারাদের মেহফিল  ।

টাইগার হিল----
কল্পনার আনাগোনা, স্বপ্নের জালবোনা
                     মায়াবী রাত ঝিল মিল  ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code