Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলমটা হারিয়ে গেছে-আরিফ হোসেন


কলমটা হারিয়ে গেছে
আরিফ হোসেন

কলমটা আমার হারিয়ে গেছে
লিখতে বসেও কবিতার খাতাটা নেই,
জীর্ন প্রতিটি পৃষ্ঠা আজ পিঁপড়ের কোপে
মাঝে মাঝে আরশোলাগুলো কেঁটেছে। 
কালি ঝড়া আজ বন্ধ, 
আঙুলের ঠক ঠকে ছন্দ ওঠে 
কবিতার কথা গুলো চোখে ভাসে,
কলমটা আমারও হারিয়ে গেছে। 
ডায়েরির পাতা ক্ষুদার্থ হয়ে পড়ে রয়েছে
লেখার কাজ আজ আঙুলের ঠোঁটে,
গ্রাফাইট দন্ডটাও আজ নিরুদ্দেশ 
লিখতে বসলেই ঠক ঠক আওয়াজ ওঠে। 
কলমের খোঁচায় হাজার ব‍্যাথা আর ফোঁটে না
নিজের শক্তি  দেখানো হয়না
আঙুলের দৌরত্বে আজ, 
আমার কলমটা অতীত ইতিহাস হয়ে গেছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code