Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিনামূল‍্যে চক্ষু পরীক্ষা শিবির কোচবিহার রাজারহাটে


 আরিফ হোসেন, কোচবিহার, ২৫শে আগস্ট: বিভিন্ন প্রচেষ্ঠায় সমাজ।ও সমাজের স্বার্থে হাত বাড়ানোর লক্ষ‍্য নিয়ে এগিয়ে চলছে ব্লাড ডোনার অর্গানাইজেশন। রবিবার সকাল ১১টা নাগাদ কোচবিহারের রাজারহাটের সবুজ সংঘের ব‍্যবস্থাপনায় ও ব্লাড ডোনার অর্গানাইজেশনের পরিচালনায় এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ‍্য দপ্তরের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষার জন‍্য বহু মানুষ হাজির হন। চক্ষু পরীক্ষা করার জন‍্য জেলা স্বাস্থ‍্য দপ্তর থেকে ডাক্তার পাঠানো হয়েছিল। এই চক্ষঙ পরীক্ষা শিবিরে প্রায় ২০০জনকে বিনামূল‍্যে চশমা প্রদান করা হয়। সবুজ সংঘ ও ব্লাড ডোনার অর্গানাইজেশনের যৌথ এই উদ‍্যোগের একজন রোগী জানান, এরুপ উপকারী উদ‍্যোগের জন‍্য আজ আমরা বিনামল‍্যে চশমা পড়তে পারছি। নয়তো কোনোদিন হয়তো চশমা পড়া হতো না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code