আরিফ হোসেন, কোচবিহার, ২৫ আগস্টঃ শনিবার কোচবিহার ব্লাড ডোনার অর্গানাইজেশনের পরিচালনায় ডাউয়াগুড়ি কদমতলা এলাকার রাধা ব্রজমোহন মন্দির ও সেবা আশ্রমে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন এই আশ্রমেরই কর্নধার কানাই গোস্বামী। এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয় কিন্নর সম্প্রদায় বা তৃতীয় লিঙ্গের মানুষজনদের। রক্তদান শিবিরের রক্ত সংগ্রহে ছিল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংক। উপস্থিত ছিলেন কোচবিহার এম জে এন হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রনব কুমার দাস। রক্তদান শিবিরে আমন্ত্রিত হয়ে খুব খুশি কিন্নররা রক্তদানে ইচ্ছা প্রকাশ করে এগিয়ে আসেন। কিন্তু ডাক্তাররা কেউই তাদের রক্ত না নিয়ে ফিরিয়ে দেন।
ক্ষুব্ধ হয়ে পড়েন লোকজন। তখন কারন জানতে চাইলে ডাঃ প্রনব কুমার দাস বলেন, এদের সবার শরীরে এইচ আই ভি ভাইরাস আছে। এদের এইডস আছে। তাই তাদের রক্ত নেওয়া যাবে না, বলে অভিযোগ। ডাক্তার কোনোরুপ শারিরীক পরীক্ষা-নিরিক্ষা না করেই এরুপ মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন কিন্নররা এবং উপস্থিত সাধারন মানুষ ও উদ্যোক্তারা। এর জেরে অনেক রক্তদাতাই রক্ত না দিয়ে ফিরে যান। পরে ক্ষুব্ধ কিন্নররা ডাক্তার প্রনব কুমার দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। জুয়েল রায় সরকার নামে একজন জানান,ডাক্তারের নামে এর আগেও প্রচুর অভিযোগ রয়েছে, কোনো রক্তদান শিবিরে তারা কোনো রক্তদাতার শারীরিক পরীক্ষা করেন না। এছাড়াও, কিন্নরদের কোনোরুপ পরীক্ষা নিরিক্ষা না করে ডাক্তারের এরুপ মন্তব্যের ধিক্কার জানাই। যাদের আমরা ভগবান বলে সম্মান করি তাদের ভুলভাল মন্তব্য সমাজকে নষ্টের শিখরে পৌঁছে দেবে।
ক্ষুব্ধ হয়ে পড়েন লোকজন। তখন কারন জানতে চাইলে ডাঃ প্রনব কুমার দাস বলেন, এদের সবার শরীরে এইচ আই ভি ভাইরাস আছে। এদের এইডস আছে। তাই তাদের রক্ত নেওয়া যাবে না, বলে অভিযোগ। ডাক্তার কোনোরুপ শারিরীক পরীক্ষা-নিরিক্ষা না করেই এরুপ মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন কিন্নররা এবং উপস্থিত সাধারন মানুষ ও উদ্যোক্তারা। এর জেরে অনেক রক্তদাতাই রক্ত না দিয়ে ফিরে যান। পরে ক্ষুব্ধ কিন্নররা ডাক্তার প্রনব কুমার দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। জুয়েল রায় সরকার নামে একজন জানান,ডাক্তারের নামে এর আগেও প্রচুর অভিযোগ রয়েছে, কোনো রক্তদান শিবিরে তারা কোনো রক্তদাতার শারীরিক পরীক্ষা করেন না। এছাড়াও, কিন্নরদের কোনোরুপ পরীক্ষা নিরিক্ষা না করে ডাক্তারের এরুপ মন্তব্যের ধিক্কার জানাই। যাদের আমরা ভগবান বলে সম্মান করি তাদের ভুলভাল মন্তব্য সমাজকে নষ্টের শিখরে পৌঁছে দেবে।
বিস্তারিত দেখুন ভিডিওতে-

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊