Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যস্তরীয় পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী পুন্ডিবাড়ীর সৌরভী


অন্বেষিকা দাস: পুন্ডিবাড়ীঃ রাজ্যস্তরীয় পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী পুন্ডিবাড়ীর সৌরভী অধিকারী। অল বেঙ্গল পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন আয়োজিত সাঁতরাগাছিতে রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় কোচবিহার থেকে অংশগ্রহন করে পুন্ডিবাড়ি 2 নং ব্লকের মেয়ে সৌরভী অধিকারী। শুধু অংশগ্রহন নয় অসীম ইচ্ছাশক্তি ও মনের জোড়ে পুন্ডিবাড়ী থেকে রাজ্যস্তরের প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রথম এবং সিনিয়র বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে কোচবিহারের মুখ উজ্জ্বল করল সৌরভী অধিকারী। সাঁতরাগাছি থেকে এই জয়ের খবর পৌঁছানো মাত্রই সৌরভীর পরিবারসহ পুন্ডিবাড়ী  মানুষ উল্লাসে ভাসছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code