সংবাদ একলব্য, ৪ আগস্টঃ আজ সকালে প্রথম বার চন্দ্রযান ২ থেকে তোলা ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরো। ইসরো টুইই বার্তায় জানিয়েছে, চন্দ্রযান ২ এর এ L14 ক্যামেরা থেকে এই ছবিগুলি তোলা হয়েছে। ইসরোর তরফে আরও জানানো হয়েছে, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই এগিয়ে চলেছে চন্দ্রযান ২।
২২ জুলাই দুপুর ২টো ৪৩মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল চন্দ্রযান-২। জিএসএলভি মার্ক-৩ রকেট ওরফে ‘বাহুবলী’র সাহায্যে চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দিয়েছে এই চন্দ্রযান-২। উৎক্ষেপণের দিনই ১৭০x৪৫,৪৭৫ কিলোমিটারের কক্ষপথে ঢুকে পড়েছিল এই জিওসিনক্রোনাস স্যাটেলাইট। সফলভাবেই সেই পথ পেরিয়েও যায় চন্দ্রযান-২।
একটি অরবিটার, ল্যান্ডার ‘বিক্রম এবং রোভার ‘প্রজ্ঞান’——এই তিনের সমন্বয়েই তৈরি হয়েছে চন্দ্রযান-২। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য চাঁদের মাটিতে মহাকাশযান পাঠিয়েছে ভারত। অভিযান সফল হলে পূরণ হবে ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন। ইতিহাস গড়ে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো দেশগুলির মধ্যে ভারতের নাম পৌঁছে যাবে চতুর্থ স্থানে। হিসেব অনুযায়ী ২০ অগস্টেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে ৩.৮ টন ওজনের চন্দ্রযান-২। তারপর ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে ল্যান্ড করবে এই মহাকাশযান।
চন্দ্রযান ২ উৎক্ষেপণের পরে মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে, সে ব্যাপারে কোনও ছবি পাওয়া যায়নি। অবশেষে ১২ দিন পর সেই ছবি প্রথম প্রকাশ করল ইসরো। এ কথা টুইট করেও জানানো হয়েছে ইসরোর তরফে।
#ISRO— ISRO (@isro) August 4, 2019
First set of beautiful images of the Earth captured by #Chandrayaan2 #VikramLander
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:28 UT pic.twitter.com/pLIgHHfg8I
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊