নদী
আলামিন
এইখানে আমি থমকে যাই, তোমাকে দেখি। তুমি কত কিছু আগলে রাখো।
তুমি অর্থ্যাৎ ঐ জলভরা বুক, বিষাদ চিবুক। তুমি মানে ঐ নদী।
তোমাকে ধরে রাখতে চাই, দু হাতে শক্ত করে জাপ্টে নিতে চাই, আমার শূন্য বুকে, চোখে।
ভালোবেসে যাকেই ধরতে চাই পালিয়ে যায়। হোক না সে কোনো মেয়েই, আমাকে একলা রেখে ঠিক চলে যায় সে।
তাই এইবার অনেক ভেবে ঠিক করেছি তোমাকে ভালোবাসবো। কিন্তু তুমিও যে বহমান, আমি তোমার কাছে বসলেই তুমি বয়ে যাও।
আমার মন ভরে না, মাথা নিচু করে আমাকে উঠে আসতে হয় তোমার পাশ থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊