মধুসূদন রায়ঃ সন্ধা ৬টা নাগাদ রানাঘাট স্টেশনে ভবঘুরে মহিলা গাইলো লতা মঙ্গেশকরের গান।  ভাইরাল সেই গানের ভিডিও। সন্ধ্যা বেলায় লোকজনের ভিড়  একের পর এক আপ ট্রেন স্টেশনে এসে থামছে। আবার শিয়ালদহর দিকে রওনা দিচ্ছে কিছু ট্রেন। চলছে অ্যানাউন্সমেন্ট। হাজার হাজার লোকের আনাগোনা। অফিস ফেরতা মানুষের ভিড়। চিৎকার চেচামেচি -কোলাহল
হঠাৎ তারই মাঝে শোনা যায় -
 '' কুছ পা কর খোনা হ্যায়, কুছ খো কর পানা হ্যায়...। '' সুরেলা কন্ঠটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে।
গানটি শুনে লোকজন থেমে যায়, বন্ধ হয় চিৎকার চেচামেচি স্তব্ধ হয়ে লোকজন শুনে ভবঘুরে মহিলার গান।
ডাক পেলেন মুম্বাইয়ে অডিশনের জন্য। শুনে নিন তার গান।

ফেসবুক সৌজন্যে প্রাপ্ত