Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাদো খেলায় মেতে উঠেছে শিশুরা, দেখুন ভিডিও

মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২৪ অগাস্ট: শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মেতে উঠেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ২ নম্বর  অঞ্চলের কাশির ডাঙ্গা গ্রামের শিশুরা। জন্মাষ্টমী মানেই তাদের কাছে আনন্দের। কারন 'কাদো খেলা।'
‘কাদা’ রাজবংশী সমাজে কাদো’ নামে পরিচিত। আর এই কাদার মধ্যে বা কর্দমাক্ত পিচ্ছিল ভূমিতে খেলা হয় বলেই নাম কাদোখেলা। অঞ্চল বিশেষে একে নারকেল খেলা’ বা নারিকেল খেলা’ও বলা হয়। কারণ এই খেলায় নারকেল অন্যতম উপকরণের মধ্যে একটি। সাধারণতঃ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কোনাে মন্দির চাতালে বা কোন গৃহস্থ বাড়ির উঠোনে,বা কোনাে মুক্তাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।
আজ '৬ ভাদ্র' কৃষ্ণ নবমী উপলক্ষে ' কাদো' খেলার উৎসবে মেতে উঠেছে ৫-১০ বৎসরের  শিশুরা।কাশির ডাঙ্গা হরি মন্দিরের হিসাব রক্ষক মাননীয় শ্রী যুক্ত অমূল্য শর্মা জানান  'প্রতিবছরের মতন এবছরও দধি-কাদো খেলা সুষ্ঠভাবে  সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত।'
দেখুন ভিডিও-




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code