বক্তা শ্রী কৌশিক দে জানান- "ডুয়ার্সে সাধারনত যে সমস্ত বিষধর সাপ দেখা যায় তাদের মধ্যে গোখড়ে,কেউটে,কালাজ ও শাখামুটি। সাপের কামড়ে ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে যেতে হবে। গ্রামে এখনো সাপ কামড় দিলে ওঝার কাছে যেতে বেশি ভরসা করে। তাই আমরা সবসময়ই প্রচার করি সাপের কামড়ে একমাত্র চিকিৎসা AVS." তিনি আরও বলেন-
"কালাজ সাপ সমন্ধে আমরা মানুষকে বেশি সচেতন করি,কারন কালাজ সাপ বেশি রাতে বিছানায় কামড় দেয়।আর এই সাপের কামড়ে চিন্হ ও জ্বালা থাকে না,সাপ কামড়েছে সেটাও বোঝা যায় না।দেখা যায় রোগীর গাঁটে গাঁটে ব্যাথা সহ পেট ব্যাথা বমি ও দূবলতা অনুভব হয়। চোখের পাতা পড়ে আসে।যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিতে হবে।আম্বুলেসের জন্য সময় নস্ট করবেন না প্রয়োজনে রোগীকে বাইকে মাঝে বসিয়ে পিছনে ধরে নিয়ে যান।"
সাপের কামড়ে আর মৃত্যু নয়। প্রতি বছর ৫০০০০ হাজার বেশি লোক মারা যায়। সাপের ছোবল, বিষ তা থেকে বাঁচার উপায় সহ সবরকম সুবধা চালু করছে রাজ্য সরকার। বিশেষ করে গ্রামের মানুষ উপকৃত হবে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ সরকার,(ক্যানিং), ডাঃ সমর রায়,ডাঃ নির্মলেন্দু নাথ, সহ কলেজের সমস্ত পড়ুয়া।


0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊