Latest News

6/recent/ticker-posts

Ad Code

জন্মাষ্টমীর মেলায় নিহত ৩, আহত ৩০

সংবাদ একলব্য, ২৪ আগস্টঃ 
কলকাতার নিকটবর্তী স্থান কচুয়ার মন্দিরে গতকাল রাতে লোকনাথ ভক্তরা জন্মাষ্টমী উদযাপনের জন্য জড়ো হন, সেখানে উপচে পড়ে মানুষের ভিড়। আর এই ভিড়ের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। জানা গেছে, ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩ জন মারা গেছেন এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। , জন্মাষ্টমী উদযাপনের জন্য গত রাতে কচুয়ার জন্মাষ্টমী মন্দিরের বাইরে সারিবদ্ধ হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভক্তদের। সেখানেই মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় মানুষের ধাক্কাধাক্কিতে একটি বাড়ির পাঁচিল হঠাৎই ভেঙে পড়ে, আর তখনই আরও ঠেলাঠেলি শুরু হয় ভক্তদের মধ্যে।দেওয়াল ধসে যাওয়ার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সময়েই কিছু লোক পাশের পুকুরেও পড়ে যান বলে জানা গেছে। অন্যরা মন্দিরের দিকে যাওয়ার জন্যে ছোটাছুটি করে গেটের বাইরে মাল বিক্রি করার জায়গায় একসঙ্গে জড়ো হলে, ভিড়ের ধাক্কায় সেই গেটও ভেঙে পড়ে । 
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ২৫ জনকে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কলকাতার দুটি হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
"ভারী বৃষ্টিপাত এবং প্রচুর মানুষের ভিড়ই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিয়েছে," বলেন মুখ্যমন্ত্রী।
এই দুর্ঘটনার পর রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের সাহায্যের জন্যে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেন।

source: ani

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code