Latest News

6/recent/ticker-posts

Ad Code

জিরানপুরে বাইক দূর্ঘটনায় প্রান হারালেন বৃদ্ধ

সংবাদ একলব্য, ২৬ আগস্টঃ  ধুমপুর বামনভিটা কলোনির এক বৃদ্ধ ধান বিক্রি করতে জিরানপুর বাজারে যাবার পথে নাজিরহাট থেকে আসা দ্রুতগতির বাইকের সামনে পরে প্রান হারালেন। পুলিশ খবর পেয়ে  মৃতদেহ নিয়ে যায়। বাইক চালককে স্থানীয় একটি ক্লাবে আটকে রাখা হয়েছে বলে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code