সংবাদ একলব্য, ২৬ আগস্টঃ কোচবিহারে রাজনৈতিক অস্থির অবস্থা কাটাতে কোচবিহার জেলা পুলিশ জারী করলো এক জরুরী বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- "কোচবিহার জেলা পুলিসের তরফ থেকে অবগত করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য সাধনের জন্য সােশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ছাত্র যুবকে বিপথে চালিত করার চেষ্টা চালাচেছ । এই অসাধু ব্যক্তিগন ফেক প্রােফাইল তৈরি করে ফেসবুক, হােয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সােশ্যাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমুলক মন্তব্য এবং ছবি / ভিডিও পােস্ট করছে এবং নিরপরাধ ব্যক্তিদের ছেলেধরা, কিডনি পাচারকারী, অপহরণকারী, ডাকাত বা দুষ্কৃতি ইত্যাদি তকমা দিয়ে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করে জাতি দাঙ্গা লাগানাের জন্য নানারকম গুজব ছরাচ্ছে । কোচবিহার জেলা পুলিস এই সমস্ত গুজব ছড়ানাে অসাধু ব্যক্তিদের উপর সদাসতর্ক দৃষ্টি রেখে চলেছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছে।"
একইসাথে জনসাধারণের প্রতি তারা আবেদন জানিয়েছেন কিছু বিষয় মেনে চলার। আসুন জেনে নেই সেই বিষয়গুলি-
১) কোনরকম গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না।
২) সােশ্যাল মিডিয়াতে আসা যে কোন মেসেজ,ছবি বা ভিডিও ফরওয়ার্ড বা লাইক শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করে নেবেন।
৩) অচেনা কেউ যদি ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় বা কোনও সােশ্যাল মিডিয়া গ্রুপে এড করে তাহলে তার সঠিক পরিচয় জেনেই সেই রিকুয়েস্ট একসেপ্ট করবেন।
৪) ফেক নিউজ বা মিথ্যা প্রচার থেকে সতর্ক থাকুন।
৫) সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারি যে কোন রকম
উস্কানি মূলক তথ্য শেয়ার করবেন না।
৬) যদি কোন ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে
ক্ষতিকর কোন উস্কানি মূলক তথ্য, ছবি বা ভিডিও
আপনাকে পাঠায় তাহলে তৎক্ষণাৎ তা পুলিসকে
জানান। পুলিস অবিলম্বে যথাযথ আইনগত ব্যবস্থা
নেবে।
৭) কোন অসাধু ব্যক্তি যদি কোন মন্দির বা মসজিদে
কোন হানিকারক কিছু ঘটনা ঘটায় তাহলে জানবেন
ঐ ব্যক্তি ঐ স্থানে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করার
চেষ্টা চালাচ্ছে । জনসাধারণ যেন সেই অসাধু ব্যক্তির
চক্রান্তের
ফাঁদে পা না দিয়ে তৎক্ষণাৎ পুলিসের সহায়তা নেয়।
৮) যদি কোন অপরিচিত ব্যক্তিকে আপনার এলাকায়
ঘােরাঘুরি করতে দেখেন তাহলে পুলিসকে খবর দিন ।
কখনই তাকে ছেলেধরা ভেবে গণধােলাই দেবেন না।
আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ।
৯) ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে যদি কোন অচেনা ব্যক্তি
আপনাকে ফোন করে আপনার ATM নাম্বার ইত্যাদি
জানতে চায় তাহলে তাকে উক্ত নাম্বারগুলি দেবেন না।
ফোনে OTP কারাে সাথে শেয়ার করবেন না বা
সেন্ট করবেন না। এতে আপনার ব্যাঙ্কে গচ্ছিত টাকা
ঐ অসাধু ব্যক্তি তুলে নিয়ে আপনাকে সর্বশান্ত
করে দিতে পারে ।
কোচবিহার জেলা পুলিস সর্বদা আপনার সাথে আছে,
আপনার পাশে আছে। প্রয়ােজনে নিম্নলিখিত নাম্বারে
ফোন করুন।
কন্ট্রোল রুমঃ
© ০৩৫৮২-২২৭৬৪৮
© ০৩৫৮২-২২৭৭৮১
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊