Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়শাকদলে প্লাস্টিক নির্মূল ও মশা বাহিত রোগের প্রতিরোধ অভিযান

সংবাদ একলব্য, বড়শাকদল, ২৬ আগষ্ট: দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভি. আর. পি. কর্মী এবং  ছি.এফ. কর্মীদের যৌথ উদ্যগে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বুধ ভিত্তিক প্লাস্টিক মুক্ত পরিবেশ ও মশা বাহিত রোগের প্রতিরোধক মূলক বিভিন্ন কর্মসূচি পালন করে গতকাল। 
এদিন ভি আর পি কর্মীরা এলাকার বিভিন্ন স্থানে ফ্লেকস টাঙানোর ব্যবস্থা করেন। তারা এলাকার অনেক বাড়ির আসেপাশের আগাছা পরিস্কার করেন এবং সেখানে স্প্রে করেন। এছাড়াও পরিত্যাক্ত পাত্রের জমা জলের নিকাস ও বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের পারিপার্শিক এলাকার বর্জিত প্লাস্টিক জাতীয় উপকরণ সাফাই অভিযানও চালান তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code