দীপ রায়, নদীয়া, ১৬ আগস্টঃ ঝুলন যাত্রাকে কেন্দ্র করে নদীয়া জেলার নবদ্বীপ,মায়াপুর, শান্তিপুর,ধুবুলিয়া, কৃষ্ণনগর সহ বিভিন্ন প্রান্ত যেন উন্মাদনা ছিল নজরকাড়া। দ্বাপর যুগে বৃন্দাবনে রাধা-কৃষ্ণের প্রেমলীলা কে কেন্দ্র করে ঝুলন উৎসবের সূচনা হলেও বর্তমানে ভক্তরা ঝুলন যাত্রা কে মিলন ক্ষেত্র হিসেবে মেনে নিয়ে সবার মধ্যে আন্তরিকতায় মেতে উঠেছেন। বিভিন্ন মন্দিরে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা এই উৎসব উদযাপন করে চলেছেন। একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলল এই উৎসব। মায়াপুরের ইসকন মন্দিরেও মহাসমারোহে এই ঝুলন উৎসব পালিত হল।ব্যক্তিগত ভাবে বাড়িতেও এই উৎসব অনেকে শামিল হলেন। এমনি একটি পরিবারের প্রধান উদ্যোক্তা ধুবুলিয়া বাসিন্দা শ্রী লক্ষণ ব্রম্ম।পেশায় চিত্রশিল্পী বলেন "আমাদের বাড়ির ঝুলন পূর্ণিমার উৎসব এবারে ৩০ বছরে পড়ল ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সবার যেন মঙ্গল করেন"।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊