Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাজিরগঞ্জ চৌপথি সংঘে স্বাধীনতা দিবস উদযাপন

মিঠুন শর্মা,১৬ আগস্টঃ  নাজিরগঞ্জ চৌপথি সংঘের পরিচালনায় গতকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৩ তম স্বাধীনতা দিবস।  অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন ক্লাব সম্পাদক সম্রাট দে, কোষাধ্যক্ষ রাহুল ধর এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য পরিতোষ চন্দ, শংকর নারায়ণ দে,বিক্রম চন্দ,দেবাশীষ দাস, রাজু দে, রাজু চন্দ,রাজীব দে,দীপ চন্দ,অমিত সিনহা,সুভম অধিকারি,সুমন বসু,সজল কুমার দত্ত,সুদীপ ঘোষ,খায়রুল হক, রজত চন্দ প্রমূখ। 
স্বল্প বিরতি দিয়ে শুরু হয় রাখীবন্ধন উৎসব। কচি কাঁচা থেকে  শুরু করে সকলে  আনন্দে মেতে ওঠে।স্বাধীনতা এবং ঐক্যের সাক্ষী হয়ে রইল নাজিরগঞ্জ চৌপথী সংঘ ।
ক্লাব সম্পাদক সম্রাট দে জানান 'আমাদের এই ক্লাব এর আজ পুনরায় ভিত্তি স্থাপন করা হবে, এবং যত দ্রূত  সম্ভব আমরা ক্লাব এর কাজ আরম্ভ করব।
অনুষ্ঠানের আমন্ত্রিত প্রধান অতিথী ছিলেন  ZP 25 মন্ডল সভাপতি শ্রী বীরেন্দ্রনাথ রায়, যুব মোর্চার সভাপতি শ্রী প্রদীপ বর্মণ, গ্রাম পঞ্চায়েত প্রধান মৃণাল বর্মণ প্রমূখ। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ZP 25 মন্ডল সভাপতি শ্রী বীরেন্দ্রনাথ রায়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচী ও রাখীবন্ধন অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code