সংবাদ একলব্য,২৩ আগস্টঃ হিন্দুধর্মানুসারে, শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার। তাঁর পবিত্র জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই স্বয়ং ভগবান বিষ্ণুর পূর্ণাবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন।
ধর্মগ্রন্থ গীতাও সেই সাক্ষ্য দেয় --
যদা যদাহি ধর্ম্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্ম্মস্য তদাত্মানং সৃজাম্যহম্।।
সারা ভারতের সাথে সাথে তুফানগঞ্জেও পালিত হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। তুফানগঞ্জের বিশ্বহিন্দু পরিষদের পক্ষথেকে একটি বিরাট শোভাযাত্রা বের হয় জন্মাষ্টমী উপলক্ষ্যে।
আসুন দেখে নেই ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊