Latest News

6/recent/ticker-posts

Ad Code

বজ্রং দল ও বিশ্বহিন্দু পরিষদের পক্ষথেকে দিনহাটায় কৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা

সংবাদ একলব্য,২৩ আগস্টঃ হিন্দুধর্মানুসারে, শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার। তাঁর পবিত্র জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। 
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই স্বয়ং ভগবান বিষ্ণুর পূর্ণাবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন। 
ধর্মগ্রন্থ গীতাও সেই সাক্ষ্য দেয় -- 
যদা যদাহি ধর্ম্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্ম্মস্য তদাত্মানং সৃজাম্যহম্।।
সারা ভারতের সাথে সাথে দিনহাটাতেও পালিত হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।ব্জ্রং দল ও বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে এক শোভাযাত্রা বের হয় দিনহাটা শহরে। উপস্থিত ছিলেন কৌশিক দে সরকার - জেলা বিশেষ সংযোযগ বিশ্ব হিন্দু পরিষদ, দেবব্রত বর্মন - বামনহাট প্রখণ্ড সহ সভাপতি, বিশ্ব হিন্দু পরিষদ, অরুণ কুমার বর্মন - সংযোযগ। শ্রী অরুণ কুমার বর্মন জানান- 'সারা দেশের সাথে সাথে আমরা দিনহাটা বিশ্বহিন্দু পরিষদ ও বজ্রং দলের পক্ষথেকে কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রার ব্যবস্থা করেছি। প্রায় ২০০০ এর বেশী ভক্তপ্রান মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহন করেছে।' 
আসুন দেখে নেই ভিডিও-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code