কেক খাইয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আর সেই কেকে কামড় দিয়েই মমতার পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন পশ্চিমবাংলার একজন উর্ধ্বতন আইপিএস অফিসার রাজীব মিশ্র ।সাদা পোশাকে যে অফিসারকে প্রথম কেক খাওয়াচ্ছেন মমতা তিনি হলেন মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা মহাপরিদর্শক বিনীত গোয়েল।
কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলীয় শহর দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের সময় এই ঘটনা ঘটেছিল বলে মনে করা হচ্ছে। একটা নিচু পাঁচিলে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশেই রাখা একটি বাক্স। ওই বাক্স থেকেই কেক বিতরণ করছিলেন মুখ্যমন্ত্রী।
গোটা বিষয়টিই ধরা পড়েছে ক্যামেরাতে, আর বলাবাহুল্য, পুলিশ অফিসারের এই আচরণে তুলকালাম রাজ্য রাজনীতি, জোর সমালোচনায় নেমে পড়েছে বিরোধী দলগুলিও। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে কেক খাইয়ে দিচ্ছেন আধিকারিকদের। একজনকে কেক খাইয়ে অন্য আধিকারিককে তা খাওয়াতেই পরম শ্রদ্ধায় ওই পুলিশ অফিসার উর্দি পরা অবস্থাতেই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে এই ক্লিপটি। যদিও সংবাদ একলব্য নিজের থেকে এর সত্যতা স্বতন্ত্রভাবে নিশ্চিত করেনি।
দেখুন ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊