Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতসকালে বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে


নিউজডেস্ক ২৯অগাস্টঃ সাতসকালে  তৃনমূল নেতার বাড়িতে বিস্ফোরণে ভেঙে পড়ল গোটা বাড়ি। যদিও ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।বীরভূমের সাহাপুরের সদাইপুর থানা এলাকার রেঙুনিয়া গ্রামের বুথ সভাপতি সেখ বদরুজার বাড়িতে বৃহস্পতিবার সকালে বিশাল বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, তৃনমূল নেতা বদরুজার মেয়ে হাইতুনেশা খাতুন সাহাপুর পঞ্চায়েতের প্রধান। আজ সকালে হঠাৎ বিস্ফোরণে ভেঙে পরে গোটা একটি পাকা বাড়ি। বাড়ির ভেতরে মজুত বোমা থেকেই এই বিস্ফোরন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।তবে মজুত বোমা থেকেই এমন ঘটনা, নাকি বাইরে থেকে বোমা মেরে কেউ এই বিস্ফোরণ ঘটিয়েছে- তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।




[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code