সংবাদ একলব্য, ২৯ আগস্টঃ
গত লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলকে ধরাশায়ী করেছিলেন যে দাপুটে নেতা-তাঁর নাম নিশীথ প্রামাণিক। দলে দলে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল নামে কোচবিহারে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিজেপি থেকে প্রত্যাবর্তন করছেন অনেক নেতাই। এর পেছনে কোচবিহারে বিজেপির সাংগঠনিক দূর্বলতাকে দায়ী করেছেন অনেকে। অনেকেই আবার বলেন, নিশীথ প্রামাণিক নিষ্কৃয় থাকাতেই বিজেপির এই বিপর্যয়। তাই বিভিন্ন মহলে দাবী উঠেছে- কোচবিহার বিজেপির জেলা সভাপতির দ্বায়িত্ব দেওয়া হোক যুব সমাজের আইকন নিশীথ প্রামাণিককেই।
গতকাল দিনহাটা পৌরসভা ভোটে বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে প্রতিদ্বন্দি করা বিজেপি প্রার্থী প্রশান্ত দেব নিশীথ প্রামাণিককে জেলা সভাপতি হিসাবে দেখতে চান বলে আমাদের প্রতিনিধিকে জানান। কি বলেছেন তিনি, একবার শুনে নিন-
এই প্রসঙ্গে গতকাল জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক দিপ্তীমান সেনগুপ্ত জানিয়েছিলেন- 'যেখানে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে আমাদের দল চলে, সেখানে মন্ত্রী নিশীথ প্রামাণিক কি করে কোচবিহার জেলা সভাপতির পদ পেতে পারেন! তবে বিশেষ ক্ষেত্র ছাড়া এটা সম্ভব নয়' প্রসঙ্গত তিনি আরও জানান- এক ব্যক্তি এক পদ নীতির জন্য গতকাল রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরীকে সাধারণ সম্পাদিকার পদ ছাড়তে হয়েছে।
এখন দেখার-যেভাবে নিশীথ প্রামাণিককে জেলা সভাপতি হিসাবে দেখার জন্য কর্মি-সমর্থকরা দাবী জানাচ্ছেন, তা রাজ্য নেতৃত্ব মেনে নেবেন কিনা।
এখন দেখার-যেভাবে নিশীথ প্রামাণিককে জেলা সভাপতি হিসাবে দেখার জন্য কর্মি-সমর্থকরা দাবী জানাচ্ছেন, তা রাজ্য নেতৃত্ব মেনে নেবেন কিনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊