Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বাধীনতা দিবস উদযাপন দিনহাটা বজরংদলের

মৃগাঙ্ক সরকার, দিনহাটা, ১৫ আগস্টঃ আজ সকালে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরংদলের আয়োজনে দিনহাটা এক্সচেঞ্জ মোড়ে অনুষ্ঠিত হলো ৭৩তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে পতাকা উত্তোলন করলেন ডাক্তার মৃত্যুঞ্জয় সাহা। সাড়ম্বরে উদযাপিত হলো স্বাধীনতা দিবস; আর সেইসঙ্গে বাসন্তী নারায়ন, বামানহাট প্রখণ্ড প্রমুখ নেতৃত্বে দিনহাটা মাতৃশক্তি দুর্গাবাহিনীর পক্ষ থেকে রাখিপূর্নিমা পালিত হলো।বৃষ্টিকে উপেক্ষা করে মাতৃ শক্তি রাখিবন্ধনের উৎসবে মেতে উঠলো পথে।এছাড়াও উপস্থিত ছিলেন উজ্জ্বল বর্মন, বজরংদল সংগঠক ও কৌশিক সূত্রধর, দিনহাটা সুরক্ষা প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code