সংবাদ একলব্য, দিনহাটা, ১৫ আগস্টঃ দেশে ঐতিহ্যবাহী ঐক্য - ভাতৃত্ববোধ - সাম্প্রদায়িক মৈত্রী বজীয় রাখতেদিনহাটায় মহামায়া পাঠ থেকে টাউন জামে মসজিদ পর্যন্ত সম্প্রীতির রাখীবন্ধন উৎসব উপলক্ষ্যে একটি শোভাযাত্রা করে SFI, DYFI,AIDWA দিনহাটা সংগঠনের সদস্যরা।