সুজয় কুমার রায়, কিশামত দশগ্রাম,১৫ আগস্টঃ দিনহাটা ২নং ব্লক এর দক্ষিণ  কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৩তম স্বাধীনতা দিবস। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সৈকত সরকার মহাশয়। ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।স্বাধীনতা দিবসের গুরুত্ব আলোচনা করার পাশাপাশি ঝুলন পূর্ণিমা উপলক্ষে আজ রাখিবন্ধন উৎসব ও পালন করা হয়। ছাত্রছাত্রী ও অভিভাবক দের মধ্যে নির্মলতা বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ '' নির্মল রাখী বন্ধন''।