Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিষিদ্ধপল্লী এবং হরিজন বস্তিতে "অশ্বমেধ" এর উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

সংবাদ একলব্য, দিনহাটা,১৫ আগস্টঃ   আজ ৭৩ তম স্বাধীনতা দিবস স্বাড়ম্বরে পালন করলো "অশ্বমেধ_একটি সামাজিক একক" নামক সমাজসেবী সংস্থা। অশ্বমেধ এর প্রতিনিধি হিসেবে দীপায়ান চক্রবর্তী জানান "প্রদীপের নিচে  অন্ধকারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা এখনো রয়েছেন, মূলত তাদের কাছে স্বাধীনতা দিবসের স্বাদ ও বার্তা পৌঁছে দিতে  অশ্বমেধ "নিষিদ্ধপল্লী এবং হরি জন বস্তিতে" জাতীয় পতাকা উত্তোলন এর অনুষ্ঠান পালন করলো।অশ্বমেধ সেই সাথে তাদের আপদে বিপদে পাশে থাকার আশ্বাস দিল।অশ্বমেধ বিশ্বাস রাখে, তাঁদের এই পদক্ষেপ অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক দলকেও আগামীদিনে এখানকার বাসিন্দাদের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা জোগাবে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code