সংবাদ একলব্য, ৩১ আগস্ট :
পর পর দুদিন বোমার আঘাতে কেঁপে উঠলো কোচবিহারের ঘুঘুমারী। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে দায়ী করে আজ রাস্তা অবরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ করে ঘুঘুমারী হাইস্কুলের সামনে অল্প সময়ের ব্যবধানে ১টি বোম ফাটানো হয়, কিছুক্ষন পর আরো ২টি। এরপর শুক্রবার রাত ১২টার আশেপাশে বিকট শব্দে ২টি বোমা ফাটে হাইস্কুলের বিপরীতে একটি বাড়ির সামনে। স্থানীয়দের মধ্যে হৈচৈ পরে যায়। ভীতসন্ত্রস্ত বাসিন্দাদের দাবি কে বা কারা এই অশান্তি সৃষ্টি করছে তা পরিষ্কার নয়। কাদের উদ্দেশ্যেই বা করা হচ্ছে সেটা নিয়েও তারা উদ্বিগ্ন। স্থানীয়দের থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে সবরকম আশ্বাস দেওয়া হয়েছে। এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।