Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের সেরার শিরোপা পেল কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিন্স স্কুল



 বিশ্বজিৎ বর্মন,31শে আগষ্ট: -   চলতি শিক্ষাবর্ষে রাজ্যের 24  হাজার স্কুলের মধ্যে কোচবিহারের জেনকিন্স স্কুলকে সেরার শিরোপা দিল রাজ্য সরকার । 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই পুরস্কার তুলে দেবেন স্কুল কর্তৃপক্ষের হাতে।রাজ্যে সেরা স্কুলের জন্য মনোনীত হওয়ায় পড়ুয়া, শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সহ গোটা জেলার মানুষ আনন্দে মেতেছেন ।স্কুলের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এস.এম.রিয়াজ আহমেদ মহাশয় জানান, চলতি বছরে রাজ্য শিক্ষা দপ্তর গত বৃহস্পতি বার  রাজ্যের সেরা স্কুল হিসেবে আমাদের বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে। তিনি আরও বলেন,  আমরা সব সময়ই চেষ্টা করি নিজেদের সেরাটা ছাত্রদের দেওয়ার ।স্কুলের ছাত্ররা বরাবরই স্কুলের সুনাম ধরে রেখেছে ।এবার উচ্চ মাধ্যমিকেও প্রথম স্থান অধিকার করেছিল এই স্কুল থেকেই ।শুধু সেরাই নয় উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নাম ছিল এই স্কুলের পাঁচ ছাত্রের ।স্কুলের প্রাক্তনীরাও স্কুলের এমন সম্মানে সোশ্যাল নেটওয়ার্কে তাদের খুশির কথা জানিয়েছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code