Latest News

6/recent/ticker-posts

Ad Code

জায়গা পেল না শামি, নেই রুতুরাজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল ঘোষনা করলো ভারত

জায়গা পেল না শামি, নেই রুতুরাজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল ঘোষনা করলো ভারত

IND vs NZ


নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল ঘোষনা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই দলে জায়গা পেল না মহম্মদ শামি, নেই রুতুরাজও। মহম্মদ শামির কি ভারতীয় দলে প্রত্যাবর্তন হবে? নিজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণার আগে এই প্রশ্নটা উঠছিল। শেষ পর্যন্ত শামিকে বাদ রেখেই ঘোষণা হল নিউজিল্যান্ড সিরিজের দল। বাদ পড়লেন রুতুরাজও। তবে থাকলেন পন্থ, রয়ে ফিরলেন সিরাজ।

শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা থাকছেন। রয়েছেন যশস্বী। ১৫ স্কোয়াডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে তাঁর দলে থাকার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের উপর। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের ছাড়পত্র পেলেই কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। জশপ্রীত বুমরাকে ওয়ানডে’তে বিশ্রাম দেওয়ায় নিউজিল্যান্ডের রিরুদ্ধে জায়গা পেয়েছে সিরাজ। ১১ জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ভারতীয় দল

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার*, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code