![]() |
Pis Src: Internet |
মিল্টন মিয়াঁ, ২৩ অগাস্ট ২০১৯ঃ
রানাঘাটের ভবঘুরে গায়িকা রানু মন্ডলকে চেনেন না এমন লোক হয়তো এই ইন্টারনেটের সহজ লভ্যতার যুগে নেই। রানাঘাটের ভবঘুরে রানুদিকে যে কয়েকদিন আগেও চিন্তনা সে আজ ভারতের সংগীতের আলোচনার কেন্দ্র বিন্দু।এখন রানুদি ব্যস্ত বলিউডের গান নিয়ে।বিখ্যাত গায়ক হিমেশ রেশমীয়ার রেকর্ডিং স্টুডিওতে রানুদির গান রেকর্ড চলছে।রানুদির সঙ্গে ডুয়েট গাইলেন হিমেশ রেশমীয়া।সেই গানের কিছুটা প্রকাশ হতেই তা ৫০লক্ষের উপর মানুষ দেখেছে।সেই গান প্রকাশ পেলে যে এই বছরের সেরা গানের শিরোপা তার মাথার উঠবে তা বলা শুধু সময়ের অপেক্ষা।
দিন কয়েক আগে কোলকাতার দূর্গাপূজোর থিম সং গেয়েছেন রানুদি।এছাড়া অনেক রিয়েলিটি শোতে তার ডাক আসছে। তবে বর্তমানে লতা কন্ঠি রানুদি ব্যস্ত মুম্বইয়ে বলিউড গানের রেকর্ডিং এ।আমরা অপেক্ষায় আছি গানটি সম্পুর্ণ শোনার জন্য।
রানাঘাট স্টেশনে পরে থাকা রানু মণ্ডল লতা মঙ্গেস্করের মতো সুরে গান গেয়ে রাতারাতি সুপার সিঙ্গার হয়ে যায় আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বেশ চর্চা চলছে। এমনকি এই রানু মণ্ডলের গাওয়া 'উমা সঙ্গীত' এবার শোনা যাবে কলকাতার পুজো প্যান্ডেল গুলিতে।
দিন কয়েক আগে কোলকাতার দূর্গাপূজোর থিম সং গেয়েছেন রানুদি।এছাড়া অনেক রিয়েলিটি শোতে তার ডাক আসছে। তবে বর্তমানে লতা কন্ঠি রানুদি ব্যস্ত মুম্বইয়ে বলিউড গানের রেকর্ডিং এ।আমরা অপেক্ষায় আছি গানটি সম্পুর্ণ শোনার জন্য।
রানাঘাট স্টেশনে পরে থাকা রানু মণ্ডল লতা মঙ্গেস্করের মতো সুরে গান গেয়ে রাতারাতি সুপার সিঙ্গার হয়ে যায় আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বেশ চর্চা চলছে। এমনকি এই রানু মণ্ডলের গাওয়া 'উমা সঙ্গীত' এবার শোনা যাবে কলকাতার পুজো প্যান্ডেল গুলিতে।
কিন্তু এরি মধ্যে আজ সকালে সকলকে অবাক করিয়ে দেয় রানু মণ্ডলের ভাইরাল হওয়া একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে রানু মণ্ডল নতুন একটি গান গাইছেন আর তার সাথে রয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক হিমেস রেসমিয়া । এর থেকে স্পষ্ট যে রানু মণ্ডল এবার বলিউডেও সুযোগ করে নিলেন। এই গানটি হিমেস এর নতুন সিনেমার জন্য গাওয়ানো হচ্ছে। গানটিতে হিমেস নিজেও ডুয়েট হিসেবে গাইছেন।
দেখেনিন তারই একটি ভিডিও--
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊