সংবাদ একলব্য, দিনহাটা, ৩১ আগষ্ট:
DO  এবং B L O ডিউটি নিয়ে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে। ইতি মধ্যে নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকের প্রাথমিক শিক্ষকরা গতকাল মাননীয় শিক্ষক শ্বাশ্বত ঘোষের নেতৃত্বে সেখানকার Join BDO সাহেবকে এই ডিউটি থেকে
অব্যাহতি পাওয়ার জন্য একটি স্মারক প্রদান করেছেন। কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষকরাও সংঘবদ্ধ ভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান " DO বা B L O ডিউটি তাদের কাছে Punishment এর মত। কারন এই ডিউটি গুলি পুজোর ছুটিতে করতে হয়। এছাড়াও কোনো কোনো সময় পঠন পাঠন বন্ধ রেখে এই ডিউটি করতে হয যা শিক্ষা নীতি বিরুদ্ধ। "
বস্তুত গতবছর DO ডিউটি কে কেন্দ্র করে নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকের শিক্ষক শ্বাশ্বত ঘোষ উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হন এবং উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে তিনি এই ডিউটি থেকে  অব্যাহতি পান। বস্তুত সেটাকেই ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন শিক্ষকেরা। 
ইতিমধ্যে শ্বাশ্বত বাবুর এক ভিডিও বার্তা স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখুন-