Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিদির জনসংযোগ প্রকল্প এবং কাট মানি প্রসঙ্গ


দিদির জনসংযোগ প্রকল্প এবং কাট মানি প্রসঙ্গ
শুভাশিস দাশ

দু হাজার এগারো সালটা পশ্চিম বঙ্গের কপালকে এভাবে ঘুরিয়ে দেবে তা কেউ আঁচ করতে পারেনি । বাম জামানার অবসান এভাবে হবে এটাও স্বপ্নের মতো মনে হচ্ছিল এগারোর ভোটের ফল বেরুনোর পর ।
কী এমন ঘটেছিল ?
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন বাম রাজত্বের শেষ দিকে যে অরাজকতা শুরু হয়েছিল তারই ফল এই রাজত্ব পতনের ।
মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন এবং বামফ্রন্টের বিকল্প হিসেবে ঢেলে ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গের জনগণ ।
সেসময় দিদি ভায়ের যে ভাব মূর্তি কাজ করেছে তা জেতার বছর খানেক পরই একেবারে নব্বই ডিগ্রি ঘুরে গেছে ।
বাংলার উন্নয়ন নিয়ে বিস্তর তর্ক চলতে পারে কিন্তু পশ্চিম বঙ্গে উন্নয়ন যে হয়নি এটা না বললে সত্যের অপলাপ হবে । তবে উন্নয়ন করতে গিয়ে তলে তলে যে খাল নেতারা কেটেছে তা দিদির হয়ত জ্ঞাত ছিল না ফলে আস্তে আস্তে জন সমর্থন হারিয়ে বিগত লোকসভার নির্বাচন বিজেপি কে জায়গা করে দিয়েছে ।
মানুষ কিন্তু এবার তৃণমূল বিরোধী ভোট প্রয়োগ করেছে ।
নেতাদের উদ্ধত আচরণ এবং জনসংযোগ বিছিন্ন হবার কারণে এই বিপর্যয় এটা রাজনৈতিক বিশেষজ্ঞ দের অভিমত ।
লোকসভার এই হালের পর দলের হাল ফেরাতে দিদি নতুন কৌশল নিয়েছেন । তিনি জেনে গেছেন তাঁর দলের অধিকাংশ নেতাই কোন না কোন ভাবে কাট মানি খেয়েছেন । তাই তো তিনি সততায় ভর করে বলতে পারেন যাঁরা কাট মানি খেয়েছেন তাঁরা তা ফেরত দিন ।
এই রাজ্যের যা পরিস্থিতি তাতে মানুষ বিকল্প যে খুঁজছে তা সম্প্রতি লোকসভার ভোটে প্রমাণ মিলেছে। এর ফলে তৃণমূল সুপ্রিমো জনসংযোগ বাড়ানোর জন্যে ডাক দিয়েছেন তাঁর দলের নেতা কর্মীদের ।
দিদি কে বলো ' গোছের টোটকা কতটা খাবে তা আগামী পুর নির্বাচনে আঁচ পাওয়া যাবে । কেননা তৃণমূলের এই ক বছরের জামানায দুর্নীতি এমন ভাবে বাসা বেঁধেছে যা থেকে বেরিয়ে আসা সহজ হবে না । বাম আমলে শেষ দিকের চিত্র এর কাছে ফিকে হয়ে আসে ।
দেখা যাক কতটা স্বচ্ছতা নিয়ে আবার জনগণের মন জয় করতে পারে তৃণমূল ! তবে এত কিছুর পর ও কিনতু বন্ধ হয়নি সংঘর্ষ কিংবা হয়রানি ।
গণতন্ত্রে মানুষই সব তাই মানুষ কতটা সাড়া দেবে এটা দেখার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী একটা স্বচ্ছ নির্বাচন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code