file picture
সংবাদ একলব্য, ৩ আগস্টঃ  অনূর্ধ্ব 15 বছর সাফ গেমস ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে এবার নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে । আগামী ২১শে আগস্ট নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে শুরু হবে অনূর্ধ্ব ১৫ বছর ফুটবল চ্যাম্পিয়নশিপ  টুর্নামেন্ট । মোট ৫ টি দেশ - বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা এই খেলায় অংশগ্রহণ করবে। ফাইনাল খেলা  অনুষ্ঠিত হবে ৩১ শে আগস্ট ২০১৯ বেলা ৩ ঘটিকায় । দেখে নিন অনুষ্ঠানসূচী-