Latest News

6/recent/ticker-posts

Ad Code

গণধোলাই এ মৃত্যু এক ব্যক্তির, দিনহাটার শৌলমারিতে

সংবাদ একলব্য, দিনহাটা, ৩ আগস্টঃ রাত ১০.৩০ টা নাগাদ দিনহাটা হাসপাতালে মৃত্যু হল এক ব্যক্তির। গণধোলাই এর শিকার হন আজ দিনহাটার শৌলমারিতে। জানাগেছে, ছেলেটি কয়েকবছর আগে প্রেম করে বিয়ে করে শিলিগুড়িতে ভাড়াবাড়িতে থাকতো। কিন্তু স্ত্রীর উপর প্রতিদিন অত্যাচার চালানোয় ভারাবাড়ির মালিক মেয়েটির বাড়িতে (শৌলমারিতে) ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলে। বাড়ির লোক কিছুদিন আগে মেয়েকে বাড়িতে নিয়ে আসে। আজ ছেলেটি তার স্ত্রীকে আনতে গেলে গণধোলাই এর শিকার হয়। দিনহাটা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শৌলমারির স্থানীয় মানুষদের কাছে শোনা যায়, ছেলেটি মেয়ে পাচার চক্রের সাথে যুক্ত। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটা ১ নং ব্লকের বোয়ালমারী এলাকার অমল চক্রবর্তীর সাথে বড় শৌলমারী এলাকার বাসিন্দা পুজা রায় সিংহের রেজিস্ট্রি ম্যারেজ হয় ২০১৫ সালে। এর আগেও মৃত অমল চক্রবর্তী আর একটি বিয়ে করে বলেও জানা যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code