সংবাদ একলব্য,২৭ আগস্টঃ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তামাকজাত দ্রব্যের ব্যবহারের বিরুদ্ধে প্রচারে সামিল হয়েছে ''সম্বন্ধ হেলথ ফাউন্ডেশন'। বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়,কলেজ, বিদ্যালয়গুলিকে এ বিষয়ে প্রচারে এগিয়ে আসার আহ্বান জানায় সংস্থাটি।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসারদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করে সংস্থাটি।ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন বিভিন্ন ভাবে সচেতনতা মূলক কাজ শুরু করে-মডেল এক্সিবিশন, বাড়ি বাড়ি প্রচার, বসে আঁকা প্রতিযোগিতা, পদযাত্রার মাধ্যমে। এই অসামান্য কাজের জন্য সংস্থাটির গুরগাঁও শাখা থেকে গতকাল একইসঙ্গে স্বর্ণ এবং রৌপ্য পদক ঘোষণা করেন সংস্থাটি।পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই বিদ্যালয় যারা এই পদক অর্জন করল।
বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাদ্দার বলেন "এ বিষয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব ও মানুষকে সচেতন করার চেষ্টা করব"। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-কর্মী ও ছাত্র ছাত্রীরা খুবই আনন্দিত ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান বলেন"প্রচারের মাধ্যম দিয়েই সমাজের উন্নতি সম্ভব তাই প্রচারের মাধ্যম দিয়েই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে"। সমাজের জন্য আরও বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊