Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিবেশ সচেতনতায় কালিনগর উচ্চ বালিকা বিদ্যালয়




দীপ রায়, নদীয়া, ২৭ আগস্টঃ  ২৬ শে আগস্ট থেকে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর। এই কর্মসূচির অঙ্গ হিসেবে নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার কালিনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের  শিক্ষিকাবৃন্দ,শিক্ষা-কর্মী ও ছাত্রীরা পদযাত্রার মাধ্যমে  নির্মল বিদ্যালয় সপ্তাহের সূচনা করল। সুস্থ পরিবেশ,পরিষ্কার পরিছন্নতা জলের অপচয় রোধ, জল সংরক্ষণে নাগরিকের ভূমিকা ও বৃক্ষরোপণ বিষয়ে মানুষকে সচেতন করতে প্লাকার্ড নিয়ে সামিল হয় ছাত্রীরা।
উপস্থিত ছিলেন বিশিষ্ট  শিক্ষাবিদ মাননীয় শ্রী শিবনাথ চৌধুরী মহাশয়। তিনি ছাত্রীদের সামনে নির্মল বিদ্যালয় সপ্তাহের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। শিক্ষিকা শ্রীমতি মিলি বিশ্বাস ছাত্র-ছাত্রীদের মধ্যে খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার ৫টি ধাপ বিষয়ে আলোচনা করেন। প্রধান শিক্ষিকা শ্রীমতি ভবানী ঘোষ জলের অপচয় রোধ, দূষণ ও প্লাস্টিক বর্জনে শামিল হওয়ার জন্য ছাত্রীদের আহ্বান জানান। 'জীবনের সার্থকতা যে পরিবেশ নির্ভর' এই মূল বার্তাই ছাত্রীরা সাধারণ মানুষের সামনে তুলে ধরে। বিদ্যালয়ের এই মহতি  কর্মযজ্ঞে অংশগ্রহণ  এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code