সংবাদএকলব্য,২৭অগাস্টঃ কিছুদিন আগেই জলসম্পদ রক্ষার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলসম্পদ বাঁচাতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনা তৈরি করতে গত ১২ জুলাই কলকাতার রাস্তায় পদযাত্রাও করেছিলেন তিনি। এবার অনাবৃষ্টির হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে জলশ্রী প্রকল্পের কথা ঘোষণা করলেন। সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রথমেই জলশ্রী নামে নতুন এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেন তিনি। জানান, অনাবৃষ্টি আর তার ফলে সৃষ্টি হওয়া খরা পরিস্থিতির হাত থেকে রাজ্যের সাধারণ মানুষকে রক্ষা করতে এই প্রকল্প চালু করা হচ্ছে। যে ব্যক্তি বা মহিলারা জলসম্পদ রক্ষার জন্য উদ্যোগ নেবেন তাঁদের সম্মান জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। খাল, বিল, নদী ও পুকুর একত্রিত করে এই জলশ্রী প্রকল্প করা হবে। এই সংক্রান্ত কাজকর্ম কীভাবে ১০০ দিনের কাজের আওতায় নিয়ে আসা যায়, তার পরিকল্পনা তৈরির কথাও বলেন প্রশাসনিক আধিকারিকদের। নদীমাতৃক বঙ্গে যাতে কোনওদিন জলের অভাব না হয় তার জন্যও সচেষ্ট হতে বলেন মুখ্যমন্ত্রী।প্রশাসনিক বৈঠকে জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কীরকম চলছে তার বিস্তারিত খোঁজ নেন তিনি। পাশাপাশি বর্ষার মধ্যে ডেঙ্গু দমনে বিশেষ নজর দিতে বলেন প্রশাসনিক আধিকারিকদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊