অন্বেষিকা দাস, কোচবিহারঃ কোচবিহার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত বাঁশরাজা জুনিয়ার হাই স্কুলে সাড়ম্বরে পালিত হল নির্মল বিদ্যালয় সপ্তাহ। ‘নির্মলতাই স্বাস্হ্যসম্মত পরিবেশ গঠনের সহায়ক’ এই মন্ত্রে উজ্জীবীত হয়েই সপ্তাহব্যাপী ছাত্র-ছাত্রীরা নির্মল পরিবেশ গঠন বিষয়ক অঙ্কন ,স্বাস্থ্যবিধান সঙ্গীত পরিবেশন ,বৃক্ষরোপন, সচেতনতা মূলক প্রচার প্রভৃতি বিবিধ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের T.I.C বিজন কর্মকার মহাশয় জানান আমাদের স্কুলের শিক্ষকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় গিয়েও পরিবেশ,নির্মলতা বিষয়ে সচেতনতা মূলক প্রচার চালিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊