Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঁশরাজা জুনিয়ার হাই স্কুলে সাড়ম্বরে পালিত হল নির্মল বিদ্যালয় সপ্তাহ


অন্বেষিকা দাস, কোচবিহারঃ কোচবিহার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত   বাঁশরাজা জুনিয়ার হাই স্কুলে সাড়ম্বরে পালিত হল নির্মল বিদ্যালয় সপ্তাহ। ‘নির্মলতাই স্বাস্হ্যসম্মত পরিবেশ গঠনের সহায়ক’ এই মন্ত্রে উজ্জীবীত হয়েই সপ্তাহব্যাপী ছাত্র-ছাত্রীরা নির্মল পরিবেশ গঠন বিষয়ক অঙ্কন ,স্বাস্থ্যবিধান সঙ্গীত পরিবেশন ,বৃক্ষরোপন, সচেতনতা মূলক প্রচার প্রভৃতি বিবিধ কর্মসূচীতে অংশগ্রহণ করে। 

বিদ্যালয়ের T.I.C  বিজন কর্মকার মহাশয় জানান আমাদের স্কুলের শিক্ষকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা  বিদ্যালয় সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় গিয়েও পরিবেশ,নির্মলতা বিষয়ে সচেতনতা মূলক প্রচার চালিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code