Latest News

6/recent/ticker-posts

Ad Code

Chandrayaan 2 সফলভাবে চাঁদের কক্ষপথে

সংবাদ একলব্য,২১ আগস্টঃ  মহাকাশে ৩০ দিন কাটিয়ে Chandrayaan 2 সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে গতকাল। এটি ছিল এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যাশার চেয়ে বেশী গতিবেগ হলে তা মহাশূন্যে হারিয়ে যেত, আবার কম গতিবেগ হলে চাঁদের কক্ষপথে আছড়ে পড়ত Chandrayaan 2। ISRO-এর ওয়েবসাইটে করা পোস্টে উল্লেখ করা হয়, “এটায়, Chandrayaan 2 এর পরপর কতগুলি কক্ষপথের ওপর কাজ করা হবে, যার মাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরের শেষ কক্ষপথে পৌঁছাবে যানটি”। তাদের তরফে আরও বলা হয়, “পরে, অবতরণকারী অংশটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে, এবং চাঁদের চারপাশে ১০০ x ৩০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে। ২০১৯ এর ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে যানটি ”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code