সংবাদ একলব্য, ২১ আগস্টঃ একাধিকবার গ্রেফতারি এড়ানোর চেষ্টার পর, গতকাল সকালে, গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো রাতুল পুরি (Ratul Puri )। ৩৫৪ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি মামলায় রাতুল পুরিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইলেকট্রনিক্স সংস্থা মোসার বায়ের প্রাক্তন সিনিয়র এক্সিকিউটিভ রাতুল পুরি। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, ২০০৯ থেকে একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, সেই অর্থের অপব্যায় করেছিলেন রাতুল পুরি। তিনি এবং আরও চারজন ডিরেক্টরের বিরুদ্ধে নথি জালিয়াতি করে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ৩৫৪ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। তাঁর(Ratul Puri )বিরুদ্ধে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং সোমবার ৬ জায়গায় তল্লাশি চালানো হয়।
অভিযোগ তোলা হয়েছে, মোসার বায়েরের ম্যানেজিং ডিরেক্টর দীপক পুরি এবং ডিরেক্টর নীতা পুরি, সঞ্জয় জৈন ও বিনিত শর্মার বিরুদ্ধে।
উল্লেখ্য কমপ্যাক্ট ডিস্ক, DVD সহ বিভিন্ন ডিজিটাল ডেটা স্টোরেজ তৈরির কাজ করত মোসার বেয়ার। গত বছরে বন্ধ হয়ে যায় সংস্থাটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊