সংবাদ একলব্য, ১৮ আগস্টঃ  বুড়িরহাট 1 নং অঞ্চলের তৃণমূলের যুব সম্পাদক  সঞ্জীব বর্মন আজ সন্ধ্যায় বুড়িরহাট বিজেপি কার্যালয়ে বিজেপিতে যোগদান করলেন। 
আজ তার হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন ZP 25 মণ্ডলের সভাপতি শ্রী বীরেন্দ্র নাথ রায়। উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি প্রদীপ কুমার বর্মন ও মণ্ডলের পদাধীকারীরা।