সংবাদ একলব্য, ২০ আগস্টঃ সারারাত দুষ্কৃতিদের তান্ডবে জেগে থাকলো দিনহাটা মহকুমার বাসন্তীরহাট। একাধিক দোকান লুট সহ বোমাবাজির অভিযোগে আজ সকাল হতেই উত্তাল বাসন্তীরহাট। ব্যবসায়ী সমিতি থেকে চলছে পথ অবরোধ। এই মুহূর্তে  বিরাট পুলিশবাহিনি পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


ব্যবসায়ী সমিতির  সম্পাদক কি বলছে শুনে নিন-