Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্লাস্টিকের ব্যাগ নিয়ে স্টেশনে ঢুকলেই দিতে হবে জরিমানা


 সংবাদ একলব্য,৩০অগাস্টঃ ৫০ মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যাগ বা অন্য সামগ্রী নিয়ে স্টেশনে ঢুকলে বা ট্রেনে চড়লে জরিমানা দিতে হবে সেই যাত্রীকে। আগামী ২ অক্টোবর থেকে রেল প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করছে।এজন্য জলের বোতল পুনঃচক্রায়ণও বন্ধ করে হচ্ছে। ট্রেনে জলের বোতল ব্যবহারের পর তা বাইরে নিয়ে যাওয়া বা ফেলা চলবে না। যাত্রীদের কাছ থেকে খালি বোতল সংগ্রহ করবেন ক্যাটারিং কর্মীরা। এছাড়া যাত্রীরা স্টেশনে জলের বোতল ব্যবহারের পর খালি বোতল ক্রাসিং মেশিনে ঢুকিয়ে দিতে হবে। এজন্য প্রতিটি স্টেশনে বোতল ক্রাসিং মেশিন বসাবে রেল। নির্দিষ্ট দিনে এই পরিষেবা চালু করার জন্য যে পদক্ষেপ করা প্রয়োজন তা যেন জোন ও ডিভিশনগুলো আগাম করে ফেলে।



















[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code