Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গ আন্তঃ জেলা সাব জুনিয়ার বালক বিভাগের খো খো প্রতিযোগিতা ওকড়াবাড়ীতে


আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ৩০ আগস্ট: পশ্চিমবঙ্গ খো খো সংস্থার পরিচালনায় ও কোচবিহার জেলা খো খো সংস্থার ব‍্যবস্থাপনায় এবং ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েত ও ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয়ের মাঠে স্বর্গীয় ফুটবলার আনারুল হকের স্মৃতির উদ্দ‍্যেশে দিবারাত্রী উত্তরবঙ্গ আন্তঃ জেলা সাব জুনিয়ার বালক বিভাগের খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
আনারুল হক ছিলেন একজন ফুটবলার তাছাড়াও, মহেশ্বর গ্রামের পঞ্চায়েত ও একজন গ্রামীন চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন। এদিন খেলায় উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান রেনুকা খাতুন বিবি, কোচবিহার জেলা খো খো সম্পাদক মাননীয় অজিত চন্দ্র বর্মন মহাশয় সহ ক্রীড়াপ্রেমীগন। এদিন দুপুর ২টা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান হয় ও পতাকা উত্তোলন হয়। বিকাল তিনটা থেকে আরম্ভ হয় প্রতিযোগিতা। উল্লেখ‍্য এই খেলার বিজয়ী ও বিজীত দল রাজ‍্য প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code