Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশের ঘরে ঢুকে কয়েক লক্ষ টাকা চুরি




সংবাদ একলব্য,৩০ অগাস্টঃ    পাশেই শুয়ে ছিলেন গোয়েন্দা বিভাগের কর্মী।  ঘুমন্ত গোয়েন্দার পাশ থেকেই চুপিসারে কাজ সারে সে! আস্তে আস্তে ঝুলিতে ঢোকায় সোনার গয়না, নগদ টাকা! না, গোয়েন্দা বিভাগের কর্মীর বাড়িতে চুরি করতে যায়নি সে, বরং চুরি করতে ঢুকেছিল খোদ পুলিস আবাসনেই। পুলিসের ঘর থেকেই চুরি গেল কয়েক লক্ষ টাকার জিনিস।বৃহস্পতিবার রাতে টালিগঞ্জের পুলিস আবাসনে চুরি হয়। মধ্যরাতেই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। রাতে বাড়িতেই শুয়েছিলেন গোয়েন্দা বিভাগে কর্মরত এসকে মুস্তাফা। দরজার লক খুলেই ঘরে ঢুকেছিল চোর। কিন্তু টের পাননি মুস্তাফা।এরপর হাতের কাজ সেরেছিল অত্যন্ত নিপুণতার সঙ্গে। খাটের পাশেই ঘরের লকার খুলে আস্তে আস্তে বের করে নিয়েছে সোনা ও নগদ টাকা। যতক্ষণে মুস্তাফার ঘুম ভেঙেছে, ততক্ষণে সব ফাকা!এভাবে পুলিসের ঘরেই চুরি হওয়ায় উঠছে প্রশ্ন! তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তদন্ত শুরু করেছে পুলিশ।










[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code