আরিফ হোসেন, দিনহাটা, ১৭ই আগস্ট: ঈদের দিনে ওকড়াবাড়ীতে স্ত্রী খুন হয়েছিল স্বামীর হাতে। ভোর রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের পর স্বামী পালিয়ে যায়। সকালে চারিদিকে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় নামে শোকের ছায়া। জানা গেছে মূলত পারিবারিক অশান্তির জেরেই এই খুন হয়েছিল। মৃতার বাবার বাড়ি ওকড়াবাড়ীর দিঘলটারী গ্রামে। আজ সেই খুনী স্বামীর বিচার চেয়ে দিনহাটা রেল স্টেশন থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় ওকড়াবাড়ীর মানুষের ঢল নেমেছে। কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ অতিক্রম হওয়ার পথে তারপরেও খুনীর বিরুদ্ধে কোনোরুপ ব‍্যবস্থা নিতে পারেনি পুলিশ। তবে মৃতার শ্বশুর হাজতে থাকলেও খুনীর কোনোরুপ খোঁজ মেলেনি। তাই সুবিচারের আশায় এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলের পোস্টারে খুনী স্বামীর ছবি দেওয়াও রয়েছে। তাদের দাবি খুনী স্বামী মাসুদ বিন জালালের ফাঁসি দিতে হবে। জানা গেছে এরপরেও সুবিচার না পেলে এর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে গ্রামবাসী।