Latest News

6/recent/ticker-posts

Ad Code

কিশামত দশগ্রামের তেলের কুঠির রাস্তার বেহাল দশা

সংবাদ একলব্য, 17 অগাস্ট : কিশামত দশ গ্রামের তেলের কুঠির বাসিন্দাদের এই বর্ষায় বেহাল দশা, তাঁদের যাতায়াতের একমাত্র রাস্তা বানিয়াদাহ এর গ্রাসে।  এই রাস্তার পাশেই রয়েছে তেলের কুঠি বানিয়াদাহ এস সি প্রাইমারি স্কুল, স্কুলের ছোটো ছোটো পড়ুয়া ও শিক্ষকদের এই রাস্তা দিয়েই প্রত্যেক দিন আসতে হয়।  একমাত্র এই রাস্তা যাতায়াতের ভরসা হওয়ায় বিপাকে পড়েছে হাজার গ্রামবাসী।  গ্রামবাসীরা জানান স্থানীয় প্রশাসন কে জানানো হলেও এখনো কোনো কাজ হয়নি।  স্থানীয় বাসিন্দা এনছার মিঞা জানান রাস্তার বেহাল দশা হওয়ায় রাত বিরেতে কোনো যানবাহন আসতে চায় না, কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই দুস্কর।  এলাকার শিক্ষক অভিজিৎ দাস জানান রাস্তার অবস্থা খারাপ হওয়ায় স্কুলে ছাত্র ছাত্রীরা  কম আসছে।  এলাকাবাসী জানান এটির তাড়াতাড়ি সুরাহা না করলে সম্পূর্ণ রাস্তাটি নদী গর্ভে চলে যেতে পা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code