সংবাদ একলব্য,২৬অগাস্ট: ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। বিরোধী দলগুলিকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অপ্রাকৃত শক্তি ব্যবহার করার অভিযোগ তুললেন তিনি। বিরোধীদের প্রতি তিনি অভিযোগ করেন যে, তাঁদের জন্যেই দ্রুত বিজেপির শীর্ষ নেতাদের হারিয়েছে। "যখন আমি লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, তখন একজন মহারাজ-জি আমাকে আমার সাধনাকে আরও শক্তিশালী করতে বলেছিলেন । তিনি বলেন যে আমাদের খারাপ সময় চলছে এবং বিরোধীরা ক্ষতি করতে বিজেপির বিরুদ্ধে কিছু 'মারক শক্তি' ব্যবহার করছে। আমি কী বলেছিলাম তা আর মনে নেই, কিন্তু এখন যখন দেখছি আমাদের সবচেয়ে শক্তিশালী, সক্ষম নেতারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তখন আমি ভাবতে বাধ্য হচ্ছি, মহারাজ-জি কি ঠিক ছিলেন না? আপনাকেও লক্ষ্য করা হবে, তাই সাবধান থাকুন", বলেন প্রজ্ঞা ঠাকুর। গত সপ্তাহে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌর প্রয়াত হন। পাশাপাশি শনিবার প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিও । ওই বিজেপি নেতাদের স্মরণে বক্তব্য রাখতে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর।




[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।]