মধুসূদন রায় ময়নাগুড়ি, ২৬ অগাস্ট : আজ ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ২ নম্বর অঞ্চলের কাশির ডাঙ্গা BFP স্কুলে শুরু হয় নির্মল বিদ্যালয় অভিযান। প্রথম অবস্থায় এই কর্মসূচির নাম ছিল ‘নির্মল বিদ্যালয় অভিযান’। আর এ বছর নাম দেওয়া হয়েছে ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ’। তবে উদ্দেশ্য একই। স্কুলস্তর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা গড়ে তোলা। আজ সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের শিক্ষা দফতর ও সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ এই সপ্তাহ পালন। এ ক’দিন প্রাথমিক থেকে মাধ্যমিক, প্রতিটি স্কুলে নানা কর্মসূচি পালন হবে।

কাশির ডাঙ্গা BFP স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সলেমন হক জানান “স্কুলস্তর থেকে যদি ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা গড়ে তোলা যায়, তাহলে সমাজের ভালো হবে। “প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে প্রতিভা রয়েছে। এই কর্মসূচির ফলে এক দিকে যেমন তাদের মধ্যে সচেতনতা গড়ে উঠবে, অন্য দিকে সেই প্রতিভারও প্রকাশ ঘটবে।” নিয়মিত শৌচাগার পরিষ্কার করা, আবর্জনা সঠিক জায়গায় ফেলা ও নিয়মিত সাফাই করা, বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এ বারের ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ’ পালন কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে।