আরিফ হোসেন, গিতালদহ, ২৬শে আগস্ট: সোমবার পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল‍্যান সমিতির গিতালদহ ইউনিটের সদস‍্যগন গিতালদহ উচ্চ বিদ‍্যালয়ে সাত দফা দাবি নিয়ে প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দেন। এদিন গিতালদহ ইউনিটের সভাপতি জাকিদুল হকের নেতৃত্বে সকল সদস‍্য মিলে সাত দফা দাবি নিয়ে একটি দাবিপত্র বিদ‍্যালয় প্রধান শিক্ষকের হাতে জমা দেন দুপুর ১টা বেজে ৩০ মিনিটে।

দাবী গুলো ছিলো
১)স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করতে হবে।
২)বিদ্যালয়ের ভিতর ছাত্র/ছাত্রীদের মোবাইল নিষিদ্ধ
৩)বিদ্যালয়ের বাউন্ডারি অবিলম্বে পুনঃনির্মান করতে হবে
৪)সঠিকভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর পরিক্ষার খাতা মুল্যয়ান করতে হবে
৫)সিলেবাসে সঠিকভাবে পরিক্ষার অধ্যায় দিতে হবে ।
৬) বছরের শুরুতেই সিলেবাসের প্রিন্টেড কপি ছাত্রদের দিতে হবে।
৭) বিদ‍্যালয়ের ফাইনাল মার্কশিটে সমস্ত ফলাফল তুলতে হবে।
 এদিন এই ডেপুটেশনে গিতালদহের প্রায় সকল শিক্ষক উপস্থিত ছিল।